করোনা যুদ্ধ: বাংলাদেশে আক্রান্ত পাঁচশতাধিক চিকিৎসক
- স্বাস্থ্য পরিবেশ - জনস্বাস্থ্য
- ০৩ মে ২০২০ - ৫ বছর আগে
- পড়া হয়েছে - ৩৭৬৬৪
ঢাকা, ৩ মে ২০২০, রবিবারঃ দেশে মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত চিকিৎসকের সংখ্যা ৫০০ ছাড়িয়ে গেছে। করোনা রোগীদের চিকিৎসা করতে গিয়ে আক্রান্ত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের সংখ্যা দিন দিন বাড়ছে।
শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বেসরকারি সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটিস জানায়, রাজধানীসহ সারা দেশে আক্রান্ত চিকিৎসকের সংখ্যা এখন ৫২৩ জন। এর মধ্যে সর্বোচ্চসংখ্যক ৩৮৯ জন রাজধানীর বিভিন্ন হাসপাতালের চিকিৎসক।
এফডিএসআরের তথ্যমতে,... "ঢাকা ছাড়া আক্রান্ত চিকিৎসকদের মধ্যে বরিশাল বিভাগে ৯ জন, চট্টগ্রামে ১৭ জন, সিলেটে ৭ জন, খুলনায় ৩০ জন, রংপুরে ৭ জন, ময়মনসিংহ ৬১ জন এবং রাজশাহী বিভাগে ৩ জন রয়েছেন।"
গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর প্রথম দিকে কয়েকজন করে নতুন আক্রান্ত রোগীর খবর মিললেও এখন লাফিয়ে লাফিয়ে বাড়ছে এ সংখ্যা। বাড়ছে মৃত্যুও।
মন্তব্য